Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Citizen Charter

কার্যক্রম ও সার্ভিস চার্টার

১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের অধীন প্রণীত প্রজাস্বত্ব বিধিমালা, ১৯৫৫ এর বিধান অনুসারে স্তর ভিক্তিক কার্যক্রমের মাধ্যমে  ভূমি মালিকানা স্বত্বলিপি  প্রণয়ন;

ট্রাভার্স

ট্রাভার্স স্তরে সরেজমিনের সঙ্গে সংগতি রেখে একটি নিদিষ্ট স্কেলে প্রাথমিকভাবে মৌজা নকশা প্রস্তুতের অবকাঠামো স্থাপন করা;

কিস্তোয়ার

কিস্তোয়ার স্তরে প্রতি খণ্ড জমি পরিমাপ করে মৌজার নকশা অংকন বা ব্লু-প্রিন্টে পুরোনো নকশা সংশোধনকরণ;

খানাপুরী

খানাপুরী স্তরে কিস্তোয়ার স্তরের অঙ্কিত নকশার প্রতিটি  দাগে সরেজমিনে উপস্থিত হয়ে আমিনদল কর্তৃক জমির দাগ নম্বর প্রদান এবং ভূমি মালিকের রেকর্ড, দলিলপত্র ও দখল যাঁচাই করে প্রাথমিকভাবে  মালিকের নাম, ঠিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য খতিয়ানে লিপিবদ্ধকরণ;

বুঝারত স্তরে

বুঝারত স্তরে আমিনদল কর্তৃক খতিয়ানে  জমির পরিমাণ উল্লেখ করে বিনামূল্যে উক্তখতিয়ান ভূমিরমালিকগণকে সরবরাহ করা এবং উক্ত খতিয়ানে ভুলভ্রান্তি সংশোধন বাপরিবর্তন আবশ্যক হলে  নিদিষ্ট বিবাদ ফরমে আবেদন গ্রহণকরতঃ হল্কা অফিসার কর্তৃক সংশ্লিষ্ট পগণের শুনানির মাধ্যমে দ্রুত ঐ সকল বিবাদ নিষ্পত্তিকরণ;

তসদিক স্তরে

তসদিক স্তরে একজন কানুনগো অথবা রাজস্ব অফিসার কর্তৃক বুঝারত স্তরের মালিকানা সংক্রান্ত কাগজপত্র ও প্রমাণাদি যাঁচাই করে প্রতিটি  খতিয়ান সত্যায়নকরণ;

খসড়া প্রকাশনা

খসড়া প্রকাশনা স্তরে তসদিককৃত খসড়া রেকর্ড সর্বসাধারণের প্রদর্শনের জন্য ৩০ (ত্রিশ) দিন উন্মুক্ত রাখা এবং খসড়া প্রকাশিত  খতিয়ান সম্পর্কে কারো কোন আপত্তি বা দাবী থাকলে  তা গ্রহণ;

আপত্তি

আপত্তি  শুনানি স্তরে খসড়া প্রকাশনা চলাকালে গৃহীত আপত্তি মামলাসমূহ সংশ্লিষ্ট পক্ষগণকে নোটিশ ইস্যু মারফত জ্ঞাত করে নিদিষ্ট তারিখ, সময় ও স্থানে ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধি অনুসারে শুনানি গ্রহণ করে  নিষ্পত্তিকরণ;

আপীল

আপীল শুনানি  স্তরে  আপত্তি মামলার রায়ে সংক্ষুদ্ধ কোন পক্ষ ৩১ বিধিতে আপীল দায়ের করলে সে সকল আপীলের শুনানির মাধ্যমে  নিষ্পত্তি  করা;

চূড়ান্ত প্রকাশনা

চূড়ান্ত প্রকাশনা স্তরে  মুদ্রিত নকশা ও খতিয়ান পুনঃ পরীক্ষা করে তা ৩০(ত্রিশ) দিন প্রদর্শণের জন্য চূড়ান্ত প্রকাশনা দেয়া এবং ভূমিমালিকগণের নিকট সরকার নির্ধারিত মূল্যে খতিয়ান ও নকশা বিক্রয় করা ;

রেকর্ড হস্তান্তর

প্রতিটি  মৌজার চূড়ান্ত প্রকাশিত রেকর্ডের বাঁধাই ভলিউম ও নকশা সংরক্ষণের জন্য মহাপরিচালক, ভূমি  রেকর্ড ও জরিপ অধিদপ্তর,  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা জজ  এর রেকর্ডরুমে  হস্তান্তর করা;