ময়মনসিংহ জোনের আরএস জরিপের কর্মসূচীভুক্ত ৬০৫৯ টি মৌজার মধ্যে ০২ টি মৌজা ব্যতীত অবশিষ্ট ৬০৫৭ টি মৌজার চূড়ান্ত প্রকাশনা সমাপ্ত করে ৬০৫২ টি মৌজার গেজেট বিজ্ঞপ্তি জারী করা হয়েছে এবং মৌজার রের্কড ভলিউম বাঁধাই করে জেলা প্রশাসক, বিজ্ঞ জেলা জজ ও কেন্দ্রীয় রের্কডরুমে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট ০২ টি মৌজার গেজেট বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং হস্তান্তরের অপেক্ষায় রয়েছে।
অবশিষ্ট ০৫ টি মৌজার মধ্যে ০৩ টি মৌজার (কাঠুলী-৪১, মেহেরাবাড়ী-৩৯ ও পাড়াগাঁও-৩০) চূড়ান্ত প্রকাশনা শেষে পরবর্তী যাচাই-বাছাই ও সার্ভে এন্ড সেটেলমেন্ট ম্যানুয়েল, ১৯৩৫ এর ৫৩৩ বিধিতে মিসকেস নিষ্পত্তি চলমান রয়েছে। মিসকেস সমাপ্তির পর গেজেট বিজ্ঞপ্তি জারীর নিমিত্ত প্রস্তাব প্রেরণ করা হবে। অপর ০২ (দুই) টি মৌজার (জামিরদিয়া-৩১ ও হবিরবাড়ী-৩৩) রেকর্ডে প্রাপ্ত ত্রুটি-বিচ্যুতির বিষয়ে করণীয় সম্পর্কে নির্দেশনা চেয়ে মহাপরিচালক (গ্রেড-১), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।
এই জোনে ডিজিটাল জরিপ শুরু করার লক্ষ্যে ময়মনসিংহ জেলাধীন ফুলবাড়ীয়া উপজেলার ০৩ টি মৌজা কর্মসূচীভূক্ত করা হয়েছে। মৌজাগুলোতে পিলার স্থাপন এবং স্থানাঙ্ক মান নির্ণয় করা সম্পন্ন হয়েছে। শীঘ্রই মাঠ জরিপের কাজ শুরু করা হবে।
ভূমি রের্কড ও জরিপ অধিদপ্তরের সাথে সমন্বয় রেখে সকল কর্মকর্তা/কর্মচারিগণকে অফিস ব্যবস্থাপনা ও আধুনিক তথ্য-প্রযুক্তি-কৌশলগত বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে তোলা হবে। এ জোনের আরএস জরিপের কাজ শেষ পর্যায়ে বিধায় এ জোনে ক্রমান্বয়ে ডিজিটাল জরিপ শুরু করার প্রস্তুতি নেয়া যেতে পারে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS